খবর২৪ঘণ্টা, ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা করতে আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনসভার ঘোষণা দেয় বিএনপি। এই ঘোষণার একদিন পর দিন পরিবর্তন করে বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার জনসমাবেশের ঘোষণা দিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। রিজভী আহমেদ বলেন, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করব। এজন্য ইতোমধ্যে গণপূর্ত ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে।জনসভাটি সফল করার জন্য দলের নেতাকর্মীরা পুরোদমে কাজ করছে।আমরা আশা করি সরকার এই গণতান্ত্রিক সমাবেশের অনুমতি দিবে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক,প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০