বাগমারা প্রতিনিধি: গতকাল রোববার বাগমারা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা আ’লীগের তৃণমূল নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠন ও বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈকাল ৪ ঘটিকার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি শ্রীপুর ইউ,পি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাহার আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সদস্য প্রধান শিক্ষক, আঃ জব্বার বি,এসসি, গোবিন্দপাড়া ইউ,পির আ’লীগের সম্পাদক রেজাউল করিম, বড়বিহানালী ইউপি আ’ লীগের সম্পাদক ইয়াছিন আলী, শুভডাঙ্গা ইউ,পির আ’লীগের সম্পাদক, এসএম মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আঃ সালাম, পৌর আ’লীগের সম্পাদক, এসএম মামুনুর রশিদ, দ্বীপপুর ইউ,পি আ’লীগের সম্পাদক মতিউর রহমান, আ’লীগ নেতা বিকাশ চন্দ্র ভৌমিক, ইয়াছিন আলী মাষ্টার, তরুণলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য, জাফর আলী মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক আঃ জব্বার, আ’লীগ নেতা আবু সাঈদ পাশা, মুনসুর রহমান, ইউ,পি সদস্য আঃ সোবহান, যুগলীগ সম্পাদক আঃ জলিল, ভবানীগঞ্জ পৌর যুগলীগ সভাপতি ফেরদৌস প্রাং, যুগলীগ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বিআরডিবি সভাপতি শহিদুল ইসলাম, আ’লীগ নেতা করিম বক্স, মতলেবুর রহমান, যুবলীগের যুগ্ম সম্পাদক, আজিজুল হক লিটন, ভবানীগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ সাধারণ সম্পাদক আঃ মজিদ, ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০