মাদককাণ্ডে ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ইতোমধ্যেই ‘মান্নত’-এর সামনে ভিড় জমিয়েছেন উচ্ছ্বসিত অনুরাগীরা। শুরু হয়েছে উদ্যাপন। প্রায় তিন সপ্তাহ পর ঘরের ছেলে ঘরে ফিরছে। কিন্তু বন্দিদশার ইতি টানলেও জামিন খুব সহজ হবে না ২৩ বছর বয়সি তারকা সন্তানের। আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে তাকে।
প্রথমত আরিয়ানের পাসপোর্ট জমা রাখতে হবে মাদক-সংক্রান্ত বিশেষ আদালতের কাছে।
প্রত্যেক শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর দপ্তরে হাজিরা দিতে হবে তাকে।
কোনো অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে নিজে বা অন্য কারও মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। এতে তথ্যপ্রমাণ নয়-ছয় হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষ আদালতে বাকি থাকা বিচারপ্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না আরিয়ানসহ কোনো অভিযুক্ত।
ওপরের প্রত্যেকটি নির্দেশই বর্তমানে মেনে চলতে হবে শাহরুখতনয়কে। মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে মুক্তি পেয়ে ‘মান্নত’-এ ফিরলেও আপাতত পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারবেন না আরিয়ান। তবে দীপাবলি এবং শাহরুখের জন্মদিনের আগেই ছেলের বাড়ি ফেরার খবরে সাময়িক স্বস্তির হাওয়া লাগে পরিবারে। শোনা যাচ্ছে, শুক্র বা শনিবার বাড়ি ফিরতে পারেন আরিয়ান। আপাতত ছেলেকে কাছে পাওয়ার প্রহর গুনছেন শাহরুখ এবং গৌরী।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০