খবর ২৪ ঘন্টা নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২৪ বস্তা চালসহ এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
সোমবার সন্ধ্যায় উপজেলার ঘোষপালা গ্রাম থেকে চালসহ তাকে আটক করা হয়। আটক মজিবুর রহমান একই গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি চণ্ডীপাশা নতুন বাজার মোড়ের চাল ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, ঘোষপালা আমলিতলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার একই গ্রামের আবুল হাসেমের ছেলে আব্দুল কাইয়ুম। তার কাছ থেকে অবৈধভাবে ২৪ বস্তা চাল কেনেন মজিবুর। সেখান থেকে চালগুলো আনতে গিয়ে আটক হন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়।
নান্দাইলের ইউএনও আব্দুর রহিম সুজন জানান, চালগুলো উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
খবর২৪ঘন্টা/বিআ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০