নিজস্ব প্রতিবেদক : গত ঘণ্টায় রাজশাহী জেলা ও বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। অন্যদিনের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় অর্ধেকে নেমে এসেছে করোনা শনাক্তের হার। এদিন রাজশাহী বিভাগে ২৪ জন ও জেলায় আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় কম। বিভাগে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৮৫ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩২৪ জন, বাঘা উপজেলায় ১৮০ জন, চারঘাট উপজেলায় ১৭৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৬১ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন কম করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ২৩৩ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ৯৯৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৫ জন, নওগাঁ ১৫১২ জন, নাটোর ১১৭৬ জন, জয়পুরহাট ১২৮৪ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৫২২ জন, সিরাজগঞ্জ ২৫৪৬ জন ও পাবনা জেলায় ১৫৮৯ জন। মৃত্যু হওয়া ৩৬৪ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২২ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৭০ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০