রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯ জন ও রাজশাহী জেলায় ৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যাপৌঁছেছে ২৫ হাজার ৩৯৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯২ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৫১৭ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১২০ জন, পবা উপজেলায় ৩৩৫ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮২ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯ নের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৩৯৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এরমধ্যে ২৩ হাজার ৭৫৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২২ জন, নওগাঁ ১৬১৫ জন, নাটোর ১২৩০ জন, জয়পুরহাট ১৩৫৬ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৯২৯ জন, সিরাজগঞ্জ ২৭৫৬ জন ও পাবনা জেলায় ১৬৮৩ জন। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। মৃত্যু হওয়া ৩৯২ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪৭ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৬৪২ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০