খবর২৪ঘন্টা ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী।
তিনি বলেন, বুধবার সকাল ৯টা থেকে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় এ দুই নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০