ঢাকা টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় দিনের চার উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাট করতে নামে মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন।
দলীয় ১৪২ রানের মাথায় বিদায় নেন মিঠুন। মাঠ ত্যাগের আগে ৮৬ বলে ১৫ রান তুলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
অন্যদিকে ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে ফিরেছেন মুশফিকুর রহিম। ১০৫ বলে ৫৪ রান করেন তিনি।
দুইজনের উইকেটই তুলে নিয়েছেন রাকিম কর্নওয়াল।
সবশেষ খবরে ৫৪ ওভার পর ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উইন্ডিজদের থেকে ২৪৩ রান পিছিয়ে স্বাগতিকরা।
২৯ বলে ১৪ রান করে ক্রিজে আছেন লিটন দাস। তার সঙ্গে যোগ দিয়ে ১৪ বলে ৬ রান তুলেছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো চার উইকেটে ১০৫ রান।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০