নিজস্ব প্রতিবেদক : ২১ দিনেও আটক হয়নি রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবির) হাজত থেকে পালানো আসামী শুভ। হাজত থেকে পালানোর পর ২১ দিন অতিবাহিত হলেও আসামী আটক না হওয়ায় নগরীতে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হাজত পালানো আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যেকোন সময় ওই আসামী গ্রেফতার হতে পারে। চলতি বছরের গত ১২ অক্টোবর সন্ধ্যা ৬ টার
দিকে শুভ নামের হেরোইনসহ আটক আসামী ডিবির হাজত থেকে পালিয়ে যায়। হাজত থেকে পালিয়ে যাওয়া আসামী নগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে। আর ওই দিন বিকেল ৪টার দিকে নগরীর হাদির মোড় এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ আটক হয়েছিলেন শুভ। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার (এএসআই) ও সেন্ট্রি ডিউটিতে থাকা পুলিশ কন্সটেবলসহ দু’জনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়। আজ রোববার বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই আসামী আটক হয়নি। ঘটনার মাত্র কয়দিনের মধ্যেই ডিবির কাজকে বেগবান করার লক্ষ্যে আরএমপি
কমিশনার একযোগে ডিবির এসি, ৬ জন এসআই, ৫ জন এএসআই ও কন্সটেবলসহ ৩৮ জনকে বিভিন্ন ইউনিটে বদলির আদেশ দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম কুদ্দুস বলেন, ডিবির হাজত থেকে পালিয়ে যাওয়া আসামীকে এখনো আটক করা যায়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসামী পালিয়ে যাওয়ায় কারও সংশ্লিষ্টতা আছে তা জানতে পুলিশের তদন্ত শেষ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো শেষ হয়নি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০