রাজশাহীর বেলপুকুরে ২১টি বিয়ার ক্যানসহ সিজার আলী (২১) নামের এক বিক্রেতা আটক করেছে র্যাব-৫। শনিবার (২ অক্টবর) বিকাল ৪টার দিকে বেলপুকুর থানাধীন হলিদাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে দেশীয় যমুনা গ্রুপের ২১টি বিয়ার ক্যান জব্দ করে র্যাবের অভিযানিক দল। আটককৃত মদ বিক্রেতা কাটাখালি থানাধীন টাংগন এলাকার -মোঃ আরিফুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হলিদাগাছি এলাকায় অভিযান চালায়, এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সিজার তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে কৌশলে পালানোর চেষ্টা করে।
পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। র্যাব আরো জানায়, জব্দকৃত বিয়ারের মূল্য ২১ হাজার টাকা। এ ঘটনায় আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০