নিজস্ব প্রতিবেদক :
মজুরি কমিশন গঠনসহ ১৯ দফা দাবিতে রাজশাহী জুট মিলে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। কর্মবিরতি পালনকালে মিলের সকল কাজ বন্ধ ছিল।
সমন্বয় পরিষদের সভাপতি জিল্লুর রহমানের নের্তৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। মিলের সকল কর্মচারী এ কর্মসূচীতে যোগ দেয়।
সভাপতি বলেন, মজুরি কমিশন গঠন ও প্রবিডেন্ট ফান্ডের টাকা পরিশোধসহ ১৯ দফা দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী পালন করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০