ঢামেক প্রতিবেদক: রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশে একটি নির্মাণাধীন ভবনের ১৯ তলা থেকে পড়ে শাহের আলী (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহের আলীর সহকর্মী আল-আমিন জানান, রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশে একটি ২০ তলা নির্মাণাধীন ভবনের ১৯ তলায় দড়ি ঝুলিয়ে কাজ করার সময় দড়ি ছিড়ে নিচে পরে যায় শাহের। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল-আমিন আরও জানান, নিহত শ্রমিকের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার কচিকাঁচা উপজেলার কুনেতপুর গ্রামে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০