রাবি প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, 'আগামী ১৮ মার্চ থকেে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস,পরীক্ষা এবং আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসময় প্রশাসনিক কার্যক্রম চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয় নি।
এদিকে, ১৮ মার্চ বিকেল ৪ টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম।
উল্লেখ্য, রবিবার(১৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একইদিন গণযোগাযোগ ও সাংবাদকিতা বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০