নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত কয়েকদিন আগে থেকেই ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। সিডিউল অনুযায়ী রাজশাহী থেকে দেশের বিভিন্ন স্থানের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অগ্রিম টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা সিডিউলের একদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন। উদ্দেশ্য একটাই ঈদের ফিরতি অগ্রিম টিকিট ক্রয় করা। টিকিট পেলেই ঈদের ভ্রমন হবে নিশ্চিত।রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রির সিডিউল দেওয়া হয়। সিডিউল অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। তবে অগ্রিম টিকিট পাওয়ার জন্য টিকিট প্রত্যাশীরা একদিন আগে থেকেই লাইন করে দাঁড়িয়ে পড়ছেন।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে সরজমিনে গিয়ে দেখা যায় টিকিট প্রত্যাশীরা আগামীকাল ১৮ আগস্টের অগ্রিম ফিরতি টিকিটের জন্য ১৭ আগস্ট রাত থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। অনেকে আবার বিছানা পেতে শুয়ে পড়েছেন। কাউন্টার থেকে দীর্ঘ লাইন চলে গেছে। কেউ কেউ আবার অন্য কোন সামগ্রী দিয়ে লাইন ধরে রেখেছেন। ২৭ আগস্টের ভ্রমণের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে। অথচ সেই টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা শুক্রবার রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
অগ্রিম ফিরতি টিকিটের জন্য লাইনে দাঁড়ানো রফিকুল নামের একব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, আমি ২৭ আগস্টের অগ্রিম ফিরতি টিকিটের জন্য শুক্রবার সকাল থেকে স্টেশনে বসে আছি। অবশেষে লাইন পেয়েছি। টিকিট পেলেই বাড়ি ফিরে যাবো। বাবুল নামের আরেকজন বয়স্ক লোক বলেন, আমিও ২৭ আগস্টের অগ্রিম টিকিটের জন্য বসে আছি। আমি গত দুই দিন থেকে স্টেশনে ঘুরছি। আগামীকাল সকাল ৮টায় টিকিট দেওয়া শুরু হলে সেই টিকিট নিয়ে বাড়ি ফিরবো।শুধু বাবুল ও রফিকুলই নয় তার অনেক মানুষ অগ্রিম টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে, শুয়ে ও বসে আছেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০