রাজশাহীর পুঠিয়ায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র জিহাদ হোসেন (১৭)। সে পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
গত ৩রা জুন সে নিখোঁজ হয়। সে পুঠিয়ার কাঁঠালবাড়িয়ার ওসমান গনির ছেলে। এবিষয়ে ১৯ জুন পুঠিয়া থানায় জিডি করা হয়েছে।
ওসমান গনি জানান, গত ৩রা জুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাকে পাইনি। আমরা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শিশু জিহাদের নিখোঁজের ব্যাপারে আজ বুধবার একটি জিডি করা হয়েছে। আমরা তার সন্ধান করছি।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০