১৫ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০১৮, ২:৩৯ পি.এম
১৫ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়
রাবি প্রতিনিধি:
সারা বাংলাদেশে প্রতিবন্ধির সংখ্যা প্রায় ১৫ শতাংশ। সে ১৫ শতাংশকে বাদ দিয়ে দেশের কাংখিত উন্নয়ন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের শুধু ভর্তি করলেই চলবে না, তাদের জন্য যাবতীয় সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে।" বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও পিডিএফ রাবি শাখার উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০১৮ এর র্যালীতে অংশগ্রহণ করে এসব কথাই বলছিলেন তিনি। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অপরিহার্য শিক্ষা-সামগ্রী প্রশাসন এর পক্ষ থেকে ব্যবস্থা করার আহবানও জানান তিনি।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং অন্তর্ভূক্তি ও সমতা নিশ্চিত করা’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১২ টায় একটি র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যাললি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।
বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সচেতনা তৈরি, প্রতিবন্ধী বান্ধ্যব ক্যাম্পাস গঠন, প্রতিবন্ধী আইন ২০১৩ এর নীতিমালা বাস্তবায়ন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতি লিখনের ব্যবস্থা, একাডেমিকভবন ও প্রশাসনিকভবনগুলোতে র্যাম্প ও লিফটের ব্যবস্থা রাখার দাবি জানান প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এছাড়াও সমাজে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থানের কথা জানিয়ে তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ে ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানান তারা।
এছাড়া আমাদের প্রতিবন্ধীরা অনেক বুদ্ধিমান, মেধাবী ও কর্মঠ, তাই তাদের যাবতীয় কর্মকান্ডে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই।
এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, বিশেষ অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন, ইন্সটিটিউট অব ইনভাইরনমেন্টাল সাইন্স এর অধ্যাপক রেদওয়ানুর রহমান, বাউয়েট (নাটোর) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক রশিদুল হাসান রানা, পিডিএফ এর দপ্তর সম্পাদক রুবেল প্রমুখ। সভাপতিত্ব করেন রাবি শাখা পিডিএফ এর সভাপতি শহিদুল ইসলাম।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০