আগামী ১৫ মে থেকে বাজারে উঠবে রাজশাহীর আম। একে একে সাত ধাপে নামবে ফলের রাজা। রোববার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নিজ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। সভায় আম স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, ১৫ মে নামবে গুটি জাতের আম। এরপর ২০ মে গোপাল ভোগ, ২৫ মে রাণী প্রসাদ ও লক্ষণ ভোগ এবং ২৮ মে নামবে হিম সাগর। এছাড়া ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ও ফজলি ১৬ জুন এবং আশ্বিনা নামানো শুরু হবে ১ জুলাই থেকে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০