করোনা সংক্রমণ কমায় আগামী ১৫ মার্চ থেকে সারা দেশে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু। সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।
বুধবার (০৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে প্রাক-প্রাথমিকের ক্লাস ২০ মার্চ শুরুর কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসায় ক্লাস শুরুর তারিখ এগোনো হয়েছে।
অন্যদিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় ২ মার্চ।
সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০