খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: নেইমারের বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই ব্রাজিলিয়ান তারকা কুতিনহোকে পেতে মরিয়া হয়ে উঠেছিল ক্লাবটি। অবশেষে তার ফলও পাওয়া গেল। শীতকালীন দলবদলের মৌসুমের শুরুতেই রেকর্ড গড়ে ১৪২ মিলিয়ন পাউন্ডে লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
বার্সেলোনা ক্লাবের ওয়েবসাইটে ব্যাপারটি নিশ্চিত করে বলা হলা হয়েছে, বাকি মৌসুম এবং আরও পাঁচ বছরের জন্য তাদের সঙ্গে কুতিনহোর চুক্তি হচ্ছে। প্রাথমিকভাবে ১০৫ মিলিয়ন পাউন্ড পাবে লিভারপুল। বাকি অঙ্ক পরে যোগ হবে। সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান প্লে-মেকারের রিলিজ ক্লজ থাকছে ৩৫৫ মিলিয়ন পাউন্ড।
চুক্তির আনুষ্ঠানিকতা সারতে শনিবার রাতেই বার্সেলোনায় উড়ে গেছেন। ধারণা করা হচ্ছে, আজই চুক্তি সম্পন্ন করে আগামীকাল ন্যু ক্যাম্পে তাকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০