নাটোর প্রতিনিধি: নাটোর শহরের কান্দিভিটা হাফেজিয়া মাদরাসা থেকে জনি নামে ১৩ বছরের এক শিক্ষার্থী ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি তার।
জনির বাবা নলডাঙ্গা উপজেলার সড়কুতিয়া গ্রামের সাইফুল ইসলাম বলেন, কান্দিভিটা হাফেজিয়া মাদরাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করত জনি। ২৬ জানুয়ারি থেকে হঠাৎ করে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। মাদরাসা কর্তৃপক্ষ তার নিখোঁজের কোনো কারণ জানাতে পারেনি।
এদিকে জনির খোঁজে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় সন্ধান করেও জনিকে খুঁজে পায়নি পরিবার। জনিকে উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছেন জনির বাবা।
কান্দিভিটা হাফেজিয়া মাদরাসার সুপার মওলানা রুহুল আমিন বলেন, জনির নিখোঁজের কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছি না আমরা। জনি নিখোঁজের বিষয়টি জানতে পেরে গত ২৮ জানুয়ারি নাটোর থানায় জিডি করা হয়।
নাটোর থানা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন বলেন, জনি নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। জনিকে উদ্ধারের চেষ্টা করছি আমরা।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০