নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ল্যবরেটরী স্কুলে ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে অপহরণ হওয়া এসএসসি পরীক্ষার্থী লুবনা আক্তার ১১ দিনেও উদ্ধার হয়নি। উদ্ধার না হওয়ায় লুবনার বাবা-মা শোক বিহম্বল হয়ে পড়েছেন। সে নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর কাঁচাবাজার এলাকার মনজুর শেখের মেয়ে। গত পহেলা মার্চ সকালে রাজশাহীর ল্যাবরেটরী হাইস্কুলে ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে আর ফিরে আসেনি। এসসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ায় তার বাবা বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি মার্চ মাসের ১ তারিখ এসএসসি পরীক্ষার্থী লুবনা আক্তার ল্যবরেটরী স্কুলে ব্যবহারিক পরীক্ষা দিতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তার বাবা মনজুর শেখ তাকে স্কুলে আনতে গিয়ে না পেয়ে ফিরে আসে। বিভিন্ন স্থান ও তার স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে সন্ধান না পাওয়ায় তার বাবা মনজুর ওইদিনই রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করে।
পরে অনেক খোঁজাখুজি করে লুবনার বাবা জানতে পারে লুবনাকে নগরীর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় এলাকার এমদাদুলের ছেলে রাসেল তার বন্ধু সাব্বির, জুয়েল ও খুরশিদের সহযোগিতায় লুবনাকে অপহরণ করে। এর আগেও লুবনাকে রাসেল রাস্তা-ঘাটে উত্যক্ত করতো। যার কারণে মনজুর শেখ থানায় ২০১৭ সালের আগষ্ট মাসের ৮ তারিখ লিখিত অভিযোগ করেন।
মেয়ের সন্ধানের জন্য রাসেলের বাবার সাথে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। রাসেল ও তার পরিবার পলাতক রয়েছে। ১১ দিন পার হয়ে গেলেও এখনো লুবনার খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, মেয়ের খোঁজ না পাওয়ায় দিশেহারা বাবা মনজুর বলেন, আমার নাবালিকা মেয়েকে জোর করে অপহরণ করা হয়েছে। আমি দ্রুত মেয়ের সন্ধান চাই। অপহরণের দিনই বিষয়টি রাজপাড়া থানায় লিখিতভাবে জানালেও পুলিশের পক্ষ থেকে মেয়েকে উদ্ধারে তেমন কার্যক্রম দেখিনি। লিখিতভাবে জানিয়ে লাভ না হওয়ায় থানায় এজাহার দিয়েছি। নাবালিকা মেয়েকে উদ্ধারে উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, লুবনা প্রেম করে পালিয়ে গেছে। থানায় তার বাবা অভিযোগ করেছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়েকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০