রাজশাহীর চারঘাট উপজেলায় কীটনাশকের দোকান থেকে ১১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চারঘাটের হলিদাগাছি গ্রামে তাঁর বাড়ি। রোববার সন্ধ্যায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির মেসার্স কৃষিঘর নামের দোকান ঘর থেকে সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। এ নিয়ে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০