খবর২ ৪ঘণ্টা.কম: যোগদানের তিন মাসের মধ্যে কয়েকটি অভিযোগের কারণে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠায় তাকে ঢাকা বিভাগের ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম। গত রোববার সন্ধ্যায় ঢাকা ডিআইজি রেঞ্জ কার্যালয় থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা আসে।
থানা সূত্রে জানা যায়, ওসি রবিউল ইসলাম গত ৫ আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় যোগদান করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার, শারীরিক নির্যাতন, মা ইলিশ রক্ষায় জেলেদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এছাড়া রবিউলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে ১০ লাখ টাকা ঘুষ দাবি করে আটক করে নির্যাতনের অভিযোগ করেন গোয়ালন্দের ব্যবসায়ী শাজাহান হোসেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, আমি যোগদান করার পর দৌলতদিয়া ঘাটে পরিবহন সেক্টরে দালালি ও যৌনপল্লিতে পাহাড়াদার বাহিনীর অপতৎপরতা বন্ধ করেছি। এ কারণে স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমি কোনো অনিয়ম করিনি। ১০ লাখ টাকা ঘুষ দাবি প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগকারী শাজাহান হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তাকে যখন আটক করা হয় তখন তিনি যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তা অবগত বা প্রমাণ স্বরূপ কোনো কাগজ প্রদর্শন করেনি। পরবর্তীতে তিনি যখন উচ্চ আদালত থেকে জামিনের প্রমাণ প্রদর্শন করেছেন তাকে ছেড়ে দেয়া হয়েছে। ঘুষ দাবির বিষয়টি মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম জানান, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামের প্রত্যাহারের নির্দেশনা গত রোববার সন্ধ্যায় পেয়েছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০