খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অবশেষে ক্রিকেটের বিশ্বায়নের দিকে মনোযোগ দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসর বাড়াতে একসাথে ১০৪টি ক্রিকেট খেলুড়ে দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়ে দিয়েছে তারা। এমনটাই জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান ডেভিড রিচার্ডসন।
১২টি পূর্ণ সদস্য দল ছাড়াও এই তালিকায় আরো আছে বর্তমানে স্কটল্যান্ড, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং নেপাল। স্ট্যাটাস পাওয়া প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী বলেন, 'জুলাই ২০১৮ এর মধ্যেই সব নারী দল টি টোয়েন্টি আন্তর্জাতিক স্ট্যাটাস অর্জন করবে। আর পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্ট্যাটাস প্রদান করা হবে ২০১৯ সালের ১লা জানুয়ারিতে।’
পাশাপাশি এই ফরম্যাটের জন্য গ্লোবাল র্যাঙ্কিং সিস্টেম চালু করার কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমানে মোট ১৮টি দল আন্তর্জাতিক টি টোয়েন্টি স্ট্যাটাসের আওতাভুক্ত।
এদিকে এই সভায় আলোচনা করা হয়েছে টি টোয়েন্টি লীগ আয়োজন করার বিষয় নিয়েও। চলতি বছরের শুরুর দিকে, নতুন আঙ্গিকে একটি টি টোয়েন্টি লীগ আয়োজন করার প্রস্তাব দেয়া হয়েছিলো। এই প্রসঙ্গে ডেভিড রিচার্ডসন বলেছেন, 'টি টোয়েন্টি লীগে তারা আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। আমাদের নিয়মনীতির দিকেও খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা এর অনুমোদন দিবো এবং বাস্তবায়ন করবো।’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০