খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকাড হয়েছে। বুধবার রাতে সাইটটি একজন হ্যাকার তার নিজের নিয়ন্ত্রণে নেয়।
বুধবার গভীর রাতে ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টটির বাংলা হচ্ছে: ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’ তখন ওয়েবসাইটটির হোমপেজে নানা কথাবার্তা লেখা। পাশাপাশি ওয়েবসাইটটিতে ঢুকলে কিছুক্ষণ পরে বাজনা বাজত।
তবে এ সম্পর্কে এখনও কিছু জানেন না কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের তথ্যপ্রযুক্তি বিভাগে যোগাযোগ করা হলে সেখানকার এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি খেয়াল করেননি। শাবির ওয়েবসাইটটি আপাতত: বন্ধ রয়েছে এবং সেখানে ঢোকা যাচ্ছে না।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০