গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এক নারীসহ দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকায় প্রকাশ্যে চলাফেরা করায় সময় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, গত কয়েকদিন আগে তারা ভারত থেকে দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও তারা এ আদেশ অমান্য করে চলাফেরা করছিল। এ কারণে স্থানীয় জনগনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্বাস্থ্য বিভাগ বিষয়টি অবগত হয়ে পৌর এলাকার খয়রাবাদে ভারত ফেরত এক নারীকে ৫ হাজার ও নুনগোলা এলাকায় অপরজনকে ২০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং তাদের বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
খবর২৪ঘন্টানই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০