বিজনেস ইনসাইডার জানিয়েছে, টিএমজেড এবং ইএসপিএন এর আদ্রিয়ানো ওয়াজনারোভস্কির মতে- এ দুর্ঘটনায় তাঁর মেয়ে জিয়ানা গিগি ব্রায়ান্টও মারা গেছে।
ক্যালাবাসেস মেয়র অ্যালিসিয়া ওয়েইনট্রাব সংবাদ সম্মেলনে বলেন, অত্যন্ত দুঃখের সাথে আমরা ক্যালাবাসে হেলিকপ্টার দুর্ঘটনায় কোবে ব্রায়ান্ট এবং আরও চার জনের মৃত্যুর কথা জানলাম।
ওয়েইনট্রাব জানান, কোনো ধরণের আঘাত ছাড়াই সিকোরস্কি এস-৭৬বি মডেলের হেলিকপ্টারটি একটি মাঠে বিধ্বস্ত হয়েছে।
বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে আগুন ধরে গেলে হেলিকপ্টারটিতে থাকা সবাই নিহত হন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০