হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা যুবায়েরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মুফতি ফজলুল হক আমিনীর বড় জামাতা।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে ডিবি পুলিশের একটি টিম লালবাগ থেকে গ্রেপ্তার করেছে। যুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ সে শাপলা চত্বরের মামলা ছাড়াও বর্তমান নাশকতার অপরাধে মামলা রয়েছে।
২০১৩ সালের মামলায় তিনি এজহারনামীয় আসামী। আর সম্প্রতি পল্টনসহ আরও কয়েকটি থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামী কাল শনিবার (১৭ এপ্রিল) আদালতে সোফর্দ করা হবে।
মোট কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে ডিবি’র এই কর্মকর্তা বলেন, এখনো নিশ্চিত না। তবে আগের মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। এবারও তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় ৭ জন নেতাকে গ্রেপ্তার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০