খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। দলগুলো এরই মধ্যে রাশিয়া পৌঁছানো শুরু করেছে। সোমবার (১১ জুন) রাশিয়ায় পা রাখলো সবচেয়ে বেশি বিশ্বকাপজয়ী দল ব্রাজিলও।
নেইমার-ফিলিপ্পে কুতিনহো-গাব্রিয়েল জেসুসদের দলের প্লেন সরাসরি নেমেছে সোচি শহরের ব্ল্যাক সি রিসোর্টের রানওয়েতে। সেখান থেকে একই শহরের সুইসোটেল রিসোর্টে চলে যায় তিতের শিষ্যরা। খানিকটা বিশ্রামের পরই ট্রেনযোগে তারা চলে যাবে ইয়ুগ স্পোর্টস স্টেডিয়ামে। সেখানেই ১২ জুন থেকে অনুশীলনে নামবেন নেইমাররা।
বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে অনুশীলনও খারাপ হয়নি ব্রাজিলের। প্লেনে ওঠার ঘণ্টাকয়েক আগেই অস্ট্রিয়াকে প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। গোল পেয়েছেন প্রধান তিন তারকা নেইমার, কুতিনহো ও জেসুস।
রাশিয়া বিমানবন্দরে হাস্যোজ্জ্বল নেইমার। ছবি: সংগৃহীত
১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘ই’ গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২২ জুন কোস্টারিকা ও ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে খেলবেন পেলে-রোনালদো-রোনালদিনহোর উত্তরসূরীরা।
ব্রাজিলের আগে ভ্লাদিমির পুতিনের দেশে পৌঁছে ইরান, পানামা, স্পেন, সৌদি আরব, তিউনিশিয়া, পর্তুগাল, আইসল্যান্ড, আর্জেন্টিনা, মরক্কো, অস্ট্রেলিয়া, মিশর, পেরু ও ফ্রান্স।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০