খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: শক্তিশালী দল নিয়েও এবারের আইপিএলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ব্যাঙ্গালুরুর জয় ৩টিতে। অবস্থান করছে টেবিলের তলানিতে।
অন্যদিকে কম পূঁজি নিয়েও ম্যাচ জিতে যাচ্ছে সাকিবের হায়দ্রাবাদ। কোহলির মতে, হায়দ্রাবাদে বেশ কজন খেলোয়াড় আছেন, যারা চাপের মুখে দাঁতে দাঁত চেপে লড়তে পারেন। চোয়ালবদ্ধ সংগ্রাম করতে পারেন। চলতি মৌসুমে এটিই তাদের সাফল্যের মূল রহস্য। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবার তাদের (চ্যাম্পিয়ন হওয়ার) ভালো সম্ভাবনা আছে। কারণ, শক্ত মানসিকতা ও চাপের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ার ক্ষমতা থাকলে সাফল্য আসবেই।
এ সময় হায়দরাবাদের বোলিং ইউনিটকে টুর্নামেন্টের সেরা হিসেবে অ্যাখ্যা দেন তিনি। তবে তার দৃষ্টিতে অরেঞ্জ আর্মিরা সেরা দল নয়। সেরার বিচারে সবার ওপরে রাখছেন ধোনির চেন্নাইকে। তার পরেই স্থান দিচ্ছেন প্রীতির পাঞ্জাবকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০