খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চলতি আইপিএলে প্লে’অফ সমীকরণ নিয়ে চলছে তুমুল উত্তেজনা। টুর্নামেন্টের প্রায় শেষভাগে এসেও নিশ্চিত নয় কোন চার দল লড়বে ফাইনালে ওঠার লড়াইয়ে। এমন অনিশ্চয়তা মাথায় রেখেই বৃহস্পতিবার সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
দুই দলের প্রথম দেখায় ৫ রানে জিতেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদ। সেই ম্যাচের পরাজয়ে কোহলিদের বিশেষ ক্ষতি না হলেও, আসন্ন ম্যাচে পরাজিত হলে কার্যত শেষ হয়ে যাবে ব্যাঙ্গালুরুর প্লে’অফ খেলার স্বপ্ন। কেননা হেরে গেলে ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। ফলে নিজেদের শেষ ম্যাচে জিতলেও সর্বোচ্চ ১২ পয়েন্ট হবে ব্যাঙ্গালুরুর।
টুর্নামেন্ট প্রতিদিনের ম্যাচের পর নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে নতুন দলের সামনে। যার বদৌলতে প্লে’অফের বাকি থাকা ২টি টিকিটের জন্য লড়াই করে যাচ্ছে ৫টি দল। এরই মধ্যে প্লে’অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। বাদ পড়ে গিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ফলে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের জয়-পরাজয়ে কোন প্রভাব পড়বে না হায়দরাবাদ শিবিরে।
তবে এই ম্যাচের উপরই কার্যত ঝুলে আছে ব্যাঙ্গালুরুর প্লে’অফ ভাগ্য। হায়দরাবাদকে হারাতে পারলে কোহলিদের পয়েন্ট হবে ১২ এবং তাদের হাতে বাকি থাকবে আরও ১টি ম্যাচ। সেই ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিলে ১৪ পয়েন্ট নিয়ে নেট রানরেট বিচারে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্গালুরুর সামনে।
বর্তমানে ব্যাঙ্গালুরুর নেট রানরেট ০.২১৮, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের নেট রানরেট ০.৩৮৪ (তাদের পয়েন্ট ১৩ ম্যাচে ১২)। এমতাবস্থায় হায়দরাবাদের বিপক্ষে বড় ব্যবধানের জয় নেট রানরেটেও এগিয়ে দেবে ব্যাঙ্গালুরুকে। ফলে শেষ ম্যাচের জয় পেলে প্লে’অফের টিকিট পাওয়া সহজ হবে কোহলিদের সামনে।
তবে সাকিবদের বিপক্ষে হেরে গেলেই ব্যাঙ্গালুরুর সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। কেননা ১৩ ম্যাচ শেষে ১০ পয়েন্ট হবে তাদের। ফলে শেষ ম্যাচে জিতলেও ১২ পয়েন্ট নিয়ে প্লে’অফের টিকিট পেতে অবিশ্বাস্য সব সমীকরণের মারপ্যাঁচ মিলতে হবে ব্যাঙ্গালুরুর পক্ষে। তাই হায়দরাবাদের বিপক্ষে জয়ব্যতীত অন্য কিছু কল্পনাতেও নেই কোহলির দলের।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০