খবর২৪ঘণ্টা ডেস্ক: আত্মহত্যার প্ররোচণা মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিনের এই আদেশ দেন।
এর আগে হাসনা হেনার আইনজীবী জাহাঙ্গীর হোসেন আদালতে তার জামিন আবেদন করেন। পরে আদালতের হাকিম বাকী বিল্লাহ ৫ হাজার টাকা মুচলেকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার মহানগর হাকিম হাসনা হেনার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত বুধবার বিকেলে পল্টন থানায় নিহতের বাবার দায়ের করা মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।
মামলার তদন্তভার দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) আব্দুল বাতেনকে।
পুলিশ জানায়, গোপন সংবাদে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেফতার করা হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিনাত আখতার ও অরিত্রীর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, অরিত্রীর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ এনেছিল। এজন্য অরিত্রীর মা- বাবাকে ডেকে নেন ভিকারুননিসার অধ্যক্ষ। সেখানে তাদের অপমান করা হয়। এই ঘটনার জেরে বাসায় এসে অরিত্রী আত্মহত্যা করে।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শান্তিনগরে সাত তলা ভবনের সপ্তম তলায় নিজেদের ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অরিত্রীকে পাওয়া যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অরিত্রীর গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার বাবা দিলীপ কুমার একজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০