খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
সীমান্তবাসী ও বিজিবি জানায়, শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার-১শ’ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা শফিকুল ইসলামসহ কয়েকজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শফিকুলের মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান ও কড়া প্রতিবাদ পত্রসহ বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০