ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। নিহতরা হলেন, ফাহাদ আলম (৩২) ও তার ছেলে তুরান আলম (৫) । তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী নামক স্থানে এ ঘটনাা ঘটে।
ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমনে যাওয়ার পথে মাইক্রোবাসটি নান্দাইলের ডাংরী নামকস্থানে আসলে ময়মনসিংহগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটে ঘটনাস্থলেই তুরান আলম নামের শিশুটির মৃত্যু হয়।
গুরুতর ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ৭ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি।জাহাঙ্গীর আকন্দ ময়মনসিংহ
জএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০