সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
অবিলম্বে হত্যার হাত থেকে তিস্তা নদীকে রক্ষা করতে হবে। তিস্তা নদীকে হত্যা করতে দেওয়া যাবে না। তিস্তা নদীর জমি যেন কেউ দখল করতে না পারে। এ জন্য সকলকেই প্রশাসনকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডঃ মুজিবুর রহমান হাওলাদার বলেছেন। ২০১০ সালের মহামান্য হাইকোর্টের আদেশ রয়েছে, নদীকে হত্যা করা যাবে না। এই প্রাকৃতিক গামলাকে রক্ষা করতে হবে। আমরা কোন ভাবেই এই অর্থনৈতিক জায়গাটাকে (নদীটাকে) মেরে ফেলতে পারিনা। এ জন্য অভ্যন্তরীণ সীমানা নির্ধারণ করতে হবে। আমরা চাই- তিস্তার সুপরিকল্পিত উন্নয়ন
ঘটুক। তারাপুর ইউনিয়নের একটি প্রভাবশালী কোম্পানী কর্তৃক নদীর গতিপথে বাধা সৃষ্টি করেছে। নদীর জমি অবৈধভাবে দখলে নেয়ায় প্রাকৃতিক বৃষ্টির পানি সংরক্ষণ ও প্রবাহিত করার মত গামলাটাকে ক্ষতির দিকে ধাবিত করছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির ৩৭ মিনিটের বক্তব্যে উপরোক্ত কথাগুলো ছাড়া আরও অতি গুরুত্বপুর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। নদী রক্ষাকল্পে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিও কঠোর নির্দেশ প্রদান করেন। এসময় ছিলেন, কমিশনের সদস্য- মালিক ফিদা
আব্দুল্লাহ আল-খাঁন, আলা উদ্দিন, সনিয়া মোর্শেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার-এটিএম মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)- জেবুন নাহার। উপজেলা নির্বাহী অফিসার- সোলেমান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- নুরুন্নবী সরকার, ইউপি চেয়ারম্যান- নজমুল হুদা, মাহাবুবুর রহমান, ইব্রাহিম খলিলুল্লাহ্, নাফিউল ইসলাম জিমি, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০