খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম-সাদমানে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের সাবধানী এই প্রচেষ্টা বেশিক্ষণ টিকেনি। হঠাৎই ছন্দপতন হল বাংলাদেশের। সাদমানের পর সাজঘরে ফিরলেন মুমিনুলও। তৃতীয় দিনে এখন পর্যন্ত ২৫.৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশ পিছিয়ে আছে ৩৬৯ রানে।
হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে কিউই রানের পাহাড়ের জবাবে দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে বিনা উইকেটেই ৮৮ রান। এরমধ্যেই ব্যক্তিগত ৩৭ রানে ওয়াগনারের শর্ট বলে বোল্টের ক্যাচ হয়ে ফিরলেন সাদমান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে সুবিধা করতে পারেননি মুমিনুলও। মাত্র ৮ রানেই বোল্টের বলে টেইলরের ক্যাচ হয়ে ফিরেছেন তিনি।
মুমিনুলের বিদায়ের রেশ না যেতেই ক্রিজে আসলেন আর গেলেন মিথুন। বোল্টের বলে অহেতুক শটে উইকেট বিলিয়ে দিলেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশি বোলারদের একেবারে তুলোধুনো করে ছাড়ল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। শনিবার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করলেন। সেই সাথে নিউজিল্যান্ডও তাদের দলীয় সেরা স্কোর সংগ্রহ করল। কিউইরা ইনিংস ঘোষণা করল ৬ উইকেটে ৭১৫ রান সংগ্রহ করে। টেস্টে নিউজিল্যান্ডের এটি দলীয় সেরা স্কোর। এর আগে তাদের সেরা স্কোর ছিল ৬৯০ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৩৪ রান। অর্থাৎ, ৪৮১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। এখন ম্যাচ বাঁচানোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। ম্যাচে আজ চলছে তৃতীয় দিনের খেলা।
গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ৪ উইকেটে ৪৫১ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৯৩ রানে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। আজ তিনি ২০০ রান করে অপরাজিত থাকেন। টেস্টে উইলিয়ামসনের এটি ২০তম সেঞ্চুরি। উইলিয়ামসনের সঙ্গে ৫৩ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৩৫ বলে ৪৭ রান করে আউট হন নেইল ওয়াগনার।
এর আগে জিত রাভাল ১৩২ ও টম লাথাম ১৬১ রান করেন। ৫৩ রান করেন হেনরি নিকোলস। বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন ১টি, সৌম্য সরকার ২টি, মেহেদী হাসান মিরাজ ২টি ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে উইকেট শিকার করেন।
হ্যামিলটনের সিডন পার্কে গত বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় টাইগাররা। প্রথম দিনই নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে। শুক্রবারও পুরো দিন ব্যাট করে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস শেষে ৪৮১ রানের লিডে নিউজিল্যান্ড।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৪ (৫৯.২ ওভার)
(তামিম ইকবাল ১২৬, সাদমান ইসলাম ২৪, মুমিনুল হক ১২, মোহাম্মদ মিথুন ৮, সৌম্য সরকার ১, মাহমুদউল্লাহ রিয়াদ ২২, লিটন দাস ২৯, মেহেদী হাসান মিরাজ ১০, আবু জায়েদ রাহি ২, খালেদ আহমেদ ০, ইবাদত হোসেন ০*; ট্রেন্ট বোল্ট ১/৬২, টিম সাউদি ৩/৭৬, কলিন ডি গ্র্যান্ডহোম ১/৩৯, নেইল ওয়াগনার ৫/৪৭, টড অ্যাস্টল ০/১০)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৭১৫/৬ডি (১৬৩ ওভার)
(জিত রাভাল ১৩২, টম লাথাম ১৬১, কেন উইলিয়ামসন ২০০*, রস টেইলর ৪, হেনরি নিকোলস ৫৩, নেইল ওয়াগনার ৪৭, বিজে ওয়াটলিং ৩১, কলিন ডি গ্র্যান্ডহোম ৭৬*; আবু জায়েদ রাহি ০/১০৩, ইবাদত হোসেন ১/১০৭, খালেদ আহমেদ ০/১৪৯, সৌম্য সরকার ২/৬৮, মেহেদী হাসান মিরাজ ২/২৪৬, মাহমুদউল্লাহ রিয়াদ ১/৩, মুমিনুল হক ০/৩২)।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০