আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থী ও স্বাধীনতাকামীদের বিক্ষোভের সময় এক আন্দোলনকারীকে গুলি করেছে পুলিশ।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ এক ভিডিও ফুটেজে দেখা যায়, অবরুদ্ধ এক সড়কের মুখে একজন বিক্ষোভকারীর দিকে পুলিশ বন্দুক তাক করে। এর পর ওই ব্যক্তির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় কালো মুখোশ পরিহিত আরেক বিক্ষোভকারী পুলিশকে মোকাবিলায় এগিয়ে এলে, পুলিশ তার বুকে গুলি করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
https://twitter.com/willripleyCNN/status/1193702351464325120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1193702351464325120&ref_url=https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fworld%2F%25E0%25A6%25B9%25E0%25A6%2582%25E0%25A6%2595%25E0%25A6%2582%25E0%25A7%259F%25E0%25A7%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A7%258B%25E0%25A6%25AD-%25E0%25A6%259A%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2587-%25E0%25A6%25A4%25E0%25A6%25B0%25E0%25A7%2581%25E0%25A6%25A3%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AC%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A7%2587-%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%2597%25E0%25A7%2581%25E0%25A6%25B2%25E0%25A6%25BF-654717
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি চলতে থাকে। একপর্যায়ে পুলিশ আরো দুবার গুলি চালায়। তবে এ সময় কারো গায়ে গুলি লাগে কি না সেটি ফুটেজ দেখে বোঝা যায়নি।
গুলিবিদ্ধ ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
হংকংয়ের উত্তর-পূর্বাঞ্চলীয় সাই ওয়ান এলাকার একটি রেল স্টেশন অবরোধ করার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা। এ সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০