সংবাদ বিজ্ঞপ্তি : ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ দ্রæত এগিতে এগিয়ে চলছে। একই সাথে চলছে ফুটপাত, সড়ক ডিভাইডার ও বাই সাইকেল লেন নির্মাণ কাজ। কাজের গুনগত মান নিশ্চিতকরণে নিয়মিত তদারকি ও দেখভাল করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এই সড়কের কাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় কাজের অগ্রগতি ও গুনগত মান পরীক্ষাসহ সার্বিক খোঁজখবর নেন তিনি। সংশ্লিষ্টরা জানিয়েছে,
২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুটে উন্নীত করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে ড্রেন, ফুটপাত, ডিভাইডারসহ সাইকেল লেন। ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন হচ্ছে। এছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তর দক্ষিণপার্শ্বে ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাই সাইকেল লেন নির্মাণ হচ্ছে। এছাড়া রাস্তার উভয় পার্শে¦র সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন নির্মিত হচ্ছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০