খবর২৪ঘণ্টা.কম: রাজধানীর খিলগাঁও এলাকায় তরঙ্গ পরিবহনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। মৃত্যু ব্যক্তির নাম মনির হোসেন (১৭)। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
রোববার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মনিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ত্রিমোহনী ব্রিজের ওপর মোহাম্মদপুর টু বনশ্রী রুটের যাত্রীবাহী তরঙ্গ পরিবহনের বাসের ধাক্কায় মনির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, পেশায় তিনি একজন অটোরিকশা চালক। এসময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনার পরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বাসটিতে জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০