কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ মোট চারজন নিহত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে একুশে এক্সপ্রেসের একটি বাস হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম নামের এক দম্পতি ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মায়মুনা আক্তার নামের আরেক কলেজছাত্রীও মারা যায়। নিহত তিনজনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় রিকশাচালক খোকনকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে নাথেরপেটুয়া পুলিশের তদন্তকেন্দ্র নেওয়া হয়েছে।
এদিকের রাত সাড়ে ৩টার দিকে সংবাদ পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের একটি মাইক্রোবাসকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপা দিলে চালক লিটন নিহত হয়।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ডুবাইলচর গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০