খবর২৪ঘণ্টা ডেস্ক: কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তার হোসেনসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, রাতে ওই এলাকায় রাস্তার পাশে পড়ে যাওয়া একটি কাভার্ডভ্যানকে রেকার দিয়ে উঠানোর সময় একটি বাস পেছন থেকে রেকারটিকে ধাক্কা দেয়। এ সময় রেকারের পাশে দাঁড়িয়ে থাকা এএসআই আক্তার ও গাড়ির হেলপারসহ তিনজন নিহত হন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০