নিজস্ব প্রতিবেদক :
স্যার আপনাদের বাছাইকৃত প্রশ্ন কি ১৩ লাখ পরীক্ষার্থীর বোধগম্য? এসব স্লেলোগান লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে রাজশাহী মহানগরীতে এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর দু’টার দিকে তারা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করে। মানববন্ধনে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিল। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়।
মানববন্ধনে পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরণের স্লোগান সম্বলিত ফেস্টুন ছিল।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো, স্যার আপনাদের প্রশ্ন কি ১৩ লাখ শিক্ষার্থীর বোধগম্য? সহজ প্রশ্ন নয় চাই সুষ্ঠ পরিবেশে পরীক্ষা দিতে, স্যার আপনাদের বাছাইকৃত প্রশ্ন কি ১৩ লাখ পরীক্ষার্থীর বোধগম্য? বিশৃঙ্খলা শিক্ষা ব্যবস্থার বলি আমরা কেন হবো? মেধা হত্যার বিচার চাই, স্বপ্ন হত্যার বিচার চাই। এ ছাড়াও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা গেছে।
উল্লেখ্য, এবার শুরু থেকেই এইচএসসি পরীক্ষার্থীরা প্রশ্নপত্র নিয়ে প্রশ্ন তুলে আসছে। তারপরেই এ মানবন্ধনের আয়োজন করা হলো।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০