লালপুর (নাটোর) প্রতিনিধিঃ আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ চার মাস পরে অবশেষে স্ব-পদে বহাল হলেন নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার। বুধবার দুপুরে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের সকল সদস্য বৃন্দ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে স্ব-পদে বহাল করেন।
এ উপলক্ষে ইউপি পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালিদ হোসেন লালনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও সাংবাদিক আব্দুল করিম,এবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমূখ। উল্লেখ্য গত ১৫ এপ্রিল ২০২০ তারিখে চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯৯৯ নম্বরে অভিযোগের প্রেক্ষিতে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পরে এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেন চেয়ারম্যান আব্দুস সাত্তার। তারই রিটের প্রেক্ষিতি রায় পন চেয়ারম্যান। এরই আলোকে ১৪ সেপ্টেম্বর ২০২০ এর লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর প্রেরনকৃত পত্র যার স্বারক নং০৫.৪৩.৬৯৪৪.০০০.১৮.১০.১৮.৯০৩ এর প্রেক্ষিতে তিনি আজ স্ব-পদে ক্ষমতা ফিরে পেলেন এবং তা আনুষ্ঠানিক ভাবে গ্রহন করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০