খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সমাবেশে মির্জা ফখরুলের উপস্থিতিতে সংগঠনের কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাদের হস্তক্ষেপে শৃঙ্খলা ফিরে আসলে সভার অন্য বক্তারা বক্তব্য দেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় বহিরাগতদের অনুপ্রবেশে এই হাতাহাতির ঘটনাটি ঘটে।
এর আগে এদিন সকাল ৯টা থেকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০