নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি না মেনে অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ও সরকারী নির্দেশ অমান্য করায় রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ২৯টি মামলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৯ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেন।
সরকারি নির্দেশ অমান্য করা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রিক্তা নগরীতে ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করে ১ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেন নাজমুল হুসাইন ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ৫০০ টাকা জরিমানা করেন। বাঘা উপজেলায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা ১৭০০ টাকা, গোদাগাড়ী উপজেলায় আলমগীর হোসেন ৪০০ টাকা, মোহনপুর উপজেলায় ৮ জনকে ২৪০০ টাকা জরিমানা করেন। এ সময় ২১০ টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০