স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় রাজশাহীতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৩ জনের কাছ থেকে ৫৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার (১৫ জুন) জেলার বিভিন্ন স্থানে দণ্ডবিধির ১৮৬০; সংক্রামক রোগ প্রকিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ মোতাবেক তাদেরকে এই জরিমানা করা হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার হামিদ।
তিনি আরও জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহ প্রদান করতে ৮৪০টি মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০