খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পার্বত্য খাগড়াছড়িতে এক ব্যাংক কর্মকর্তা ও এক স্বাস্থ্যকর্মীসহ আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।
রোববার (৭ জুন) রাতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত সাতজনের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ১ জন, মাটিরাঙ্গায় ২ জন, মানিকছড়িতে এক স্বাস্থ্যকর্মীসহ ৩ জন ও রামগড়ে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই সাতজনসহ খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৪৫ জন। তাদের মধ্যে খাগড়াছড়ির প্রথম করোনা পজিটিভ রোগী এরশাদ চাকমাসহ ১৬ জন সুস্থ হয়েছেন।
পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে জেলার লক্ষীছড়ি ও গুইমারা ছাড়া সাত উপজেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০