খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ট্যুইটারে এক ব্যক্তির মন্তব্যের জবাব দিতে গিয়ে স্বামী শোয়েব মালিককে বাচ্চা ছেলে বলে উল্লেখ করলেন সানিয়া মির্জা। তিনি শোয়েবের দীর্ঘজীবন কামনাও করেছেন। সানিয়ার এই মন্তব্যে স্পষ্ট, শোয়েবের প্রতি তার ভালবাসা যথেষ্ট পরিমাণে আছে।
সদ্যই সমাপ্তি ঘটেছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ক্যারিবীয়দের ৩-০তে ধবলধোলাই করেছে সরফরাজ বাহিনী। করাচিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচ চলাকালীন ড্যানিয়েল আলেকজান্ডার নামে এক ব্যক্তি ট্যুইট করে বলেন, শোয়েব ও শাহিন শাহ আফ্রিদি একই দলে খেলছেন। আরও লেখেন, আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েবের অভিষেক হয় ১৯৯৯ সালের ১৪ অক্টোবর। শাহিনের জন্ম হয় ২০০০ সালের ৬ এপ্রিল।
এরই জবাবে সানিয়া লেখেন, ‘আমার স্বামী এখনও বাচ্চা ছেলে (স্প্রিং চিকেন)।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০