খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ মেহেরপুর পৌর শহরের শেখপাড়ায় স্বামী পরিত্যক্ত এক নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে নির্যাতিতা নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেছেন।
আসামিরা হলেন মেহেরপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড শেখপাড়ার আমিন উদ্দিনের ছেলে রাব্বী, আব্দুস সামাদের ছেলে শাকিল ও আনারুলের ছেলে ইমরান।
নির্যাতিতা ওই নারী জানান, ৩০ মে শনিবার পৌরসভার কালাচাঁদপুর এক নারীর বাড়িতে গিয়েছিলেন। ওই নারী বাড়িতে না থাকায় ফিরতে সন্ধ্যা হয়ে যায়। শহরের শেখপাড়ায় পৌঁছানোর পর ওই এলাকার তাজুল ইসলামের ছেলে পূর্ব পরিচিত ছোট ভাই আহসানের সঙ্গে দেখা হয়।
সে আম ও লিচু বাগানের বাগানের ভেতর নিয়ে যায়। হঠাৎ করে রাব্বি, শাকিল ও ইমরান এসে গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় তারা আহসানসহ সঙ্গে থাকা দুইজনকে গলায ছুরি ধরে। এরপর বাগানের একটি ঘরে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। মাঝরাতে তারা হেরোইন সেবন করে এবং আমাকেও খাওয়ানোর চেষ্টা চালায়।
ভোর রাতে ওরা চলে যাওয়ার সময় মোবাইল, ব্যাগ ও ব্যাগে থাকা ভোটার আইডির কপি, ছবি ও কিছু টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে যায় ৫ হাজার টাকা নিয়ে এখানেই আসবি। তাহলে ওইগুলো ফেরত দেয়া হবে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, বুধবার রাতে সদর থানার এসআই অর্জুন কুমার শহর থেকে ওই তিন আসামিকে আটক করে। ওসি (তদন্ত) আমিরুল ইসলামকে মামলার তদন্তভার দেয়া হয়েছে। খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০