খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে লাঠি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার সাধুরপাড়া ইউপির চরকামালবার্তী গ্রামে এ ঘটনা ঘটে।
আটক সুলতানা বেগম ওই গ্রামের মেহের আলীর স্ত্রী।সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। এক পর্যায়ে মেহের আলীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন সুলতানা। এতে মেহের আলী মাটিতে পড়ে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অভিযুক্ত সুলতানা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০